আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে কারখানা বন্ধ করলো স্যামসাং

দুই কর্মীর শরীরে করোনাভাইরাস পাওয়ায় যুক্তরাষ্ট্রে সাময়িক কারখানা বন্ধ ঘোষণা করেছে স্যামসাং।  কারখানাটিতে হোম অ্যাপ্লায়েন্স পণ্য উৎপাদন করা হতো।

দক্ষিণ কোরিয়াভিত্তিক বহুজাতিক প্রযুক্তি পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে, শুক্রবার (০৩ এপ্রিল) থেকে দক্ষিণ ক্যারোলিনার নিউবারি কাউন্টিতে অবস্থিথ কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে।  এখন কারখানাটি পরিষ্কার-পরিচ্ছন্ন করে জীবাণুমুক্ত করা হচ্ছে।

আগামী সোমবার (০৬ এপ্রিল) নাগাদ কারখানাটি আবার চালু করা হবে বলেও জানিয়েছে স্যামসাং।

কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে শেষ খবর পর্যন্ত বিশ্বব্যাপী ৫৩ হাজারের বেশি মানুষের মৃতু্য হয়েছে। আক্রান্ত হয়েছেন দশ লাখ ১৫ হাজারের বেশি মানুষ। আর সুস্থ হয়েছেন দুই লাখ ১২ হাজার মানুষ।

 

ঢাকা/জেডআর