আন্তর্জাতিক

ধর্মীয় সমাবেশে যোগ দেওয়া বিদেশিদের ভিসা বাতিল করলো ভারত

দিল্লির নিজামুদ্দিনে ধর্মীয় সমাবেশে যোগ দেওয়া নয়শ ষাটজন বিদেশির ভিসা বাতিল করেছে ভারত সরকার।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ওই নয়শ ষাট বিদেশিকে কালোতালিকাভুক্ত করে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

পাশাপাশি বিদেশি আইন ১৯৪৬ ও ডিজাসটার ম্যানেজমেন্ট অ্যাক্ট, ২০০৫ লঙ্ঘনের দায়ে ওই বিদেশিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে দিল্লি পুলিশসহ সংশ্লিষ্ট রাজ্যগুলির ডিরেক্টর জেনারেল অফ পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।

করোনা সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ উপেক্ষা করেই ৮ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিম ধর্মাবলম্বী প্রায় ২ হাজার মানুষ ১০০ বছরের ওই পুরনো মসজিদ কমপ্লেক্সে জড়ো হয়। এদের মধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশ থেকে আসা ২১৬ জন বিদেশিও ছিলেন। এই অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে ৩০০ জন ইতোমধ্যেই করোনায় আক্রান্ত বলে জানা যাচ্ছে। এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে মৃত্যু হয়েছে ১০ জনের।

ইতোমধ্যে ওই ধর্মীয় সমাবেশের মূল উদ্যোক্তা মাওলানা সাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। অবশ্য নিজামুদ্দিনের ওই সমাবেশ নিয়ে ভারত জুড়ে হইচই শুরু হওয়ার পরেই গা-ঢাকা দেন তিনি।

সূত্র : হিন্দুস্তান টাইমস

 

ঢাকা/জেনিস