আন্তর্জাতিক

করোনায় মৃতদের স্মরণে শনিবার চীনে শোক দিবস

করেনাভাইরাসে প্রাণ হারানোদের স্মরণে শনিবার শোক দিবস পালনের ঘোষণা দিয়েছে চীনা সরকার।

সারা দেশ ও বিদেশে থাকা অ্যাম্বাসিগুলোতে পতাকা অর্ধনমিত রাখা হবে। শুক্রবার স্টেট কাউন্সিল আরো জানায়, এদিন সব ধরনের বিনোদনমূল কার্যক্রম বন্ধ রাখা হবে।

ঠিক সকাল ১০টায় দেশবাসীকে তিন মিনিটের নীরবতা পালন করতে বলা হয়েছে, এই সময় সারা দেশে সাইরেন বাজবে এবং গাড়ি ও নৌকার মালিকরা তাদের জায়গায় থেকে হর্ন দেবেন।

কোভিড-১৯ রোগে মৃত বিশেষ ১৪ জনকে শহীদ হিসেবে ঘোষণা করা হবে। প্রাণঘাতী ভাইরাসে চীনে এপর্যন্ত ৩,২২০ মারা গেছে।

১২ বছরে চীনে চতুর্থবার শোক দিবস পালন করা হচ্ছে। ২০০৮ সালের মে মাসে সিচুয়ান ভূমিকম্পে নিহতদের স্মরণ করা হয়ছিল। ২০১০ সালের এপ্রিলে ইয়ুশু ভূমিকম্পের পর শোক দিবস পালন করা হয়। একই বছর আগস্টে গানসি ভূমিধসে নিহতদের স্মরণ করেছিল চীন।

 

ঢাকা/ফাহিম