আন্তর্জাতিক

লাটভিয়াতে প্রথম করোনা আক্রান্তের মৃত্যু

লাটভিয়াতে প্রথম করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। শুক্রবার রিগার একটি হাসপাতালে ৯৯ বছরের ওই বৃদ্ধার মৃত্যু হয় বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শুক্রবার রয়টার্স জানিয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ‘আজ লাটভিয়ায় কোভিড-১৯ সংক্রমণের শিকার প্রথম রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছে স্বাস্থ্য মন্ত্রণালয়।’ তবে সংক্রমণে নয় বরং দুরারোগ্য ব্যধির কারণে ওই  নারীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে মন্ত্রণালয়।

সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলের দেওয়া তথ্য অনুযায়ী, লাটভিয়াতে এ পর্যন্ত ৪৯৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বাল্টিক সাগরের তীরবর্তী এই দেশটি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসমাবেশ বন্ধসহ কঠোর পদক্ষেপ নিয়েছে। এখানে দুজনের বেশি জড়ো হওয়াও নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা লঙ্ঘনকারীকে দুই হাজার ইউরো জরিমানার আদেশ দিয়েছে সরকার। ঢাকা/শাহেদ