আন্তর্জাতিক

মানুষের দেহে করোনার প্রতিষেধক পরীক্ষার পথে ভারতীয় কোম্পানি

করোনাভাইরাস প্রতিষেধক আবিষ্কারের পথে আশার প্রদীপ জ্বালালো ভারতের শীর্ষস্থানীয় মহামারি প্রতিষেধক কোম্পানি ভারত বায়োটেক। ‘কোরোফ্লু’ নামে একটি ইনট্রান্যাসাল প্রতিষেধক নিয়ে কাজ করছে তারা।

উইসকোনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয় ও ফ্লুগেন প্রতিষেধক কোম্পানির ভাইরোলজিস্টদের সঙ্গে এই প্রকল্পে সহযোগিতা করছে ভারত বায়োটেক।

যুক্তরাষ্ট্রে কোরোফ্লু প্রাণী দেহে পরীক্ষার পর্যায়ে রয়েছে এবং মানুষের দেহে এটির পরীক্ষা হবে পরের তিন মাসের মধ্যে।

ভারত বায়োটেকের বিজনেস ডেভেলপমেন্টের প্রধান রাচেস এলা বলেছেন, ‘ভারত বায়োটেক প্রতিষেধক তৈরি করবে, ক্লিনিক্যাল পরীক্ষা হবে এবং বিশ্বব্যাপী বিতরণের জন্য প্রায় ৩০ কোটি ডোজ প্রতিষেধক প্রস্তুত করবে। সহযোগিতা চুক্তি অনুযায়ী ফ্লুগেন তার বিদ্যমান উৎপাদন প্রক্রিয়াগুলো ভারত বায়োটেকের কাছে হস্তান্তর করবে যেন সংস্থাটি ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য প্রতিষেধক উৎপাদন ও দক্ষতা অর্জনে সমর্থ হয়।’

ভারত বায়োটেক এপর্যন্ত ১৬টি প্রতিষেধকের বাণিজ্যিকীকরণ করেছে, যার মধ্যে ২০০৯ সালে এইচ১এন১ ফ্লুর কারণে হওয়া মহামারির প্রতিষেধকও ছিল। ঢাকা/ফাহিম