আন্তর্জাতিক

জোরে কথা বলায় ৫ জনকে গুলি করে হত্যা!

যারা রাতে উচ্চস্বরে কথাবার্তা বলে প্রতিবেশীকে যন্ত্রণা দেন তারা সাবধান। কারণ রাশিয়ায় বাড়ির নিচে দাঁড়িয়ে উচ্চস্বরে কথা বলায় পাঁচ জনকে গুলি করে হত্যা করেছেন এক ব্যক্তি। দেশটির রায়াজান অঞ্চলের ইয়েলাতমা শহরে এ ঘটনা ঘটেছে বলে রোববার কর্মকর্তারা জানিয়েছেন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে রাশিয়ার অনেক অঞ্চলেই নাগরিকদের বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে। এরই মধ্যে শনিবার রাতে ইয়েলাতমা শহরে একটি বাড়ির নিচে দাঁড়িয়ে কথাবার্তা বলছিলেন চার পুরুষ ও এক নারী। কথার আওয়াজ জোরে হওয়ায় বাড়ির মালিক ব্যালকনিতে এসে ওই পাঁচ জনকে সতর্ক করেন। এ নিয়ে দুই পক্ষে কিছুটা তপ্ত বাক্যবিনিময়ও হয়। ব্যাস, এতেই ক্ষেপে গিয়ে ওই ব্যক্তি তার শিকারি বন্দুক বের করে নিয়ে এসে সোজা গুলি করতে শুরু করেন। এতে পাঁচ জনই নিহত হয়েছে।

তদন্তকারীরা জানিয়েছেন, ‘গুরুতর আহত হওয়ায় ঘটনাস্থলেই সবার মৃত্রু হয়েছে।’

এ ঘটনার পর ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বন্দুকও জব্দ করা হয়েছে। ঢাকা/শাহেদ