আন্তর্জাতিক

নিউইয়র্কে কমেছে করোনা আক্রান্তের সংখ্যা

নিউইয়র্কে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। রোববার প্রথমবারের মতো নতুন রোগীর সংখ্যা কমেছে বলে জানিয়েছে শহরটির গভর্নর।

অবশ্য গভর্নর অ্যান্ড্রিউ কুমো জানিয়েছেন, এই ডেটার তাৎপর্য নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, করোনাভাইরাস এখনো ছড়িয়ে যাচ্ছে। এর ভয়াবহতা সামনে রয়েছে।

আগামী সপ্তাহ আমেরিকানদের জীবনে সবচেয়ে দুঃখের ও কঠিন হতে যাচ্ছে বলে সতর্ক করেন দেশটির সার্জন জেনারেল।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ১ হাজার ৮৪ জনের মৃত্যু হয়েছে। এর ফলে দেশটিতে ভাইরাসে মৃতের সংখ্যা ৯ হাজার ৫৩৬ এ পৌঁছেছে।

একই সময় দেশটিতে ২১ হাজার ৮১৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এতে আক্রান্তের সংখ্যা তিন লাখ ৩৩ হাজার ১৭৩ এ দাঁড়ালো। যুক্তরাষ্ট্রের অন্য অঞ্চলের তুলনায় আক্রান্ত ও মৃত দুটির সংখ্যাই বেশি নিউইয়র্কে। ঢাকা/নাসিম/আমিনুল