আন্তর্জাতিক

করোনায় হাইতিতে প্রথম মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রোববার হাইতিতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটলো। ৫৫ বছর বয়সী ওই পুরুষ ডায়াবেটিস ও হাইপারটেনশনের মতো শারীরিক জটিলতায় ভুগছিলেন।

ক্যারিবিয়ান সাগরের দেশটিতে করোনায় আক্রান্ত ২১ জনের মধ্যে একমাত্র মৃত্যু এটাই। আক্রান্তের অর্ধেকের বেশি ৪৫ বছরের নিচে।

গত ১৯ মার্চ প্রথম দুজন আক্রান্তের পর কেবল ২১৮ জনের করোনা টেস্ট করা হয়েছে। এই মহামারি ঠেকাতে সরকারের চিকিৎসা ব্যবস্থা বারবার সমালোচিত হচ্ছে।

ভাইরাসের প্রথম প্রাদুর্ভাবের পর বেশ কয়েকটি পদক্ষেপ সরকার নিলেও সেগুলো মানা-না মানা নিয়ে কঠোর হয়নি। ১০ জন বা তার বেশি জনসমাগমে নিষেধাজ্ঞা জারি হলেও তা অমান্য করা হচ্ছে চোখের সামনেই। ইতালি ও ফ্রান্সের মতো ‘ঘরে থাকা’ খুবই কঠিন ঘনবসতিপূর্ণ হাইতিতে। ঢাকা/ফাহিম