আন্তর্জাতিক

করোনার বিরুদ্ধে লম্বা যুদ্ধে ক্লান্ত হওয়া যাবে না: মোদি

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারতে চলছে ২১ দিনের লকডাউন। আগামী ১৪ এপ্রিল এটি শেষ হওয়ার কথা। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যে লকডাউনের সময়সীমা আরো বাড়ার ইঙ্গিত মিললো। তার রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রতিষ্ঠাবার্ষিকীর দিন বললেন, এই যুদ্ধটা অনেক লম্বা এবং এতে জিততেই হবে।

গতকাল রোববার করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে একতা প্রকাশ করে ৯ মিনিট মোমবাতি, প্রদীপ জ্বালায় লাখ লাখ ভারতবাসী। লকডাউনেও ভালোভাবে সাড়া দিচ্ছে তারা ঘরে থেকে। প্রয়োজন ছাড়া খুব একটা বাইরে দেখা যাচ্ছে না ভারতবাসীকে। এভাবেই করোনার বিরুদ্ধে দৃঢ়প্রতিজ্ঞ হয়ে লড়াই করতে হবে বললেন মোদি।

যুদ্ধ জয়ের আত্মবিশ্বাস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, ‘করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে এটা লম্বা একটা যুদ্ধ। কিন্তু এই যুদ্ধে আমাদের ক্লান্ত হওয়া চলবে না কিংবা থেমে যাওয়া যাবে না। আমাদের বিজয়ী হতেই হবে। এই দেশের এখন একটাই লক্ষ্য এবং একটাই প্রতিজ্ঞা- এই যুদ্ধে জিততে হবে।’

এই রোগের গুরুত্ব যে ভারতবাসী বুঝতে পেরেছে তা স্বস্তি দিচ্ছে মোদিকে। বিশ্বের কাছে ভারত দৃষ্টান্ত তৈরি করেছে মনে করেন তিনি, ‘করোনাভাইরাস মোকাবিলায় ভারতের প্রচেষ্টা এখন বিশ্বের সামনে একটা দৃষ্টান্ত। এই রোগ কত গুরুতর সেটা বুঝতে পারা দেশগুলোর একটি হলো ভারত এবং আমরা সময়মতো যুদ্ধে নেমেছিলাম। ভারত বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে এবং মাঠে সেগুলো প্রয়োগ করেছে।’

ভারতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ১০৯ জনের। ঢাকা/ফাহিম