আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর রেকর্ড

মহামারি করোনাভাইরাসে মৃত্যুর মিছিল বেড়েই চলছে মার্কিন যুক্তরাষ্ট্রে। একদিনে মৃত্যুর পেছনের সব রেকর্ড ভেঙে যাচ্ছে প্রায় প্রতিদিন। গেল ৪ এপ্রিল একদিনে সেখানে মারা গিয়েছিল ১৩৪৪ জন। যা ছিল দেশটিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। মঙ্গলবার সেটিকেও পেছনে ফেলেছে মৃত্যুর মিছিল। জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্যমতে, একদিনেই সেখানে প্রাণ হারিয়েছে ১৭৩৬ জন। যা কেবল যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। অবশ্য ওয়ার্ল্ড ও মিটার্স ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা দেখাচ্ছে ১৯৩৪ জন!

একদিনে এতোগুলো প্রাণহানি হওয়ায় দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে প্রায় ১৩ হাজার (১২,৮০৫)।

মঙ্গলবার ফ্রান্সে প্রাণ হারিয়েছে ১৪১৭ জন। যুক্তরাষ্ট্রের আগে সেটা ছিল একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। কিন্তু কে জানতো ফ্রান্সের এই মৃত্যুর মিছিলকেও হার মানাবে যুক্তরাষ্ট্র।

পৃথিবীর ক্ষমতাধর দেশটির সবচেয়ে বাজে অবস্থা নিউইয়র্ক রাজ্যে। সেখানেই মঙ্গলবার প্রাণ হারিয়েছে রেকর্ড ৭৩১ জন। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ৮৬৩ জন। আর মোট মৃতের সংখ্যা ৫ হাজার ৪৮৯।

যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৯৬ হাজার ২২৩ জন। বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ছাড়িয়েছে (১৪,২৬,০৯৬)।

 

ঢাকা/আমিনুল