আন্তর্জাতিক

লকডাউন ভাঙায় দক্ষিণ আফ্রিকার মন্ত্রীকে ‘বিশেষ ছুটি’

স্কটল্যান্ডের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রীর পর দক্ষিণ আফ্রিকার যোগাযোগমন্ত্রী লকডাউন ভাঙলেন। সাবেক কর্মকর্তাদের সঙ্গে দুপুরের খাবার খেয়েছেন স্টেলা এনদাবেনি-আব্রাহামস।

আইন অমান্য করায় স্টেলাকে ‘বিশেষ ছুটি’ দিয়েছেন দক্ষিণ আফ্রিকান প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। তাকে দুই মাসের ছুটি দিয়েছেন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্র প্রধান, এক মাসের ছুটিতে বেতন পাবেন না।

করোনাভাইরাস মহামারির সংক্রমণ ঠেকাতে গত ২৭ মার্চ থেকে ২১ দিনের লকডাউনে দক্ষিণ আফ্রিকা। এই সময়ে দেশবাসীকে ঘরে থাকতে বলা হয়েছে। কিন্তু এরই মধ্যে সাবেক কর্মকর্তাদের সঙ্গে স্টেলার দুপুরের খাবার খাওয়ার ছবি সামাজিক মিডিয়ায় ঝড় তোলে।

লকডাউনের মধ্যে কেবল খাবার কেনা কিংবা চিকিৎসা সহায়তার মতো জরুরি কাজের জন্য ঘরের বাইরে যেতে পারবে লোকজন। অযৌক্তিক কারণে ঘরের বাইরে যাওয়ায় প্রথম কয়েক দিনে ১৭ হাজারের বেশি আটক হয়। দক্ষিণ আফ্রিকায় এপর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৮৪৫, মৃত্যু হয়েছে ১৮ জনের। ঢাকা/ফাহিম