আন্তর্জাতিক

আইসিইউ থেকে ওয়ার্ডে ব্রিটিশ প্রধানমন্ত্রী 

করোনাভাইরাসে আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে আইসিইউ থেকে সরিয়ে ওয়ার্ডে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার তার স্বাস্থ্যের অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় ডাক্তাররা এ সিদ্ধান্ত নেয়। খবর হাফিংটন পোস্টের।

১০ নম্বর ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্রের বরাত দিতে ওই গণমাধ্যম জানায়, প্রধানমন্ত্রীকে আইসিইউ থেকে সরিয়ে ওয়ার্ডে নেয়া হয়েছে এবং সেখানেই তাকে পরবর্তি চিকিৎসা দেওয়া হবে।

এর আগে, গত ২৭ মার্চ তিনি করোনায় আক্রান্ত হওয়ার পর নিজের বাসভবনে আইসোলেশনে ছিলেন। কিন্তু শারিরীর অবস্থার অবনতি হলে ৫ এপ্রিল তাকে সেন্ট্রাল লন্ডনের সেন্ট টমাস হাসপাতালে নেওয়া হয়। ঢাকা/নাসিম