আন্তর্জাতিক

ফ্রান্সে একদিনে ১৩৪১ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফ্রান্সে গেল ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছে ১ হাজার ৩৪১ জন। তাতে দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ২১০। গেল ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৭৯৯ জন। তাতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ৭৪৯।

১২ হাজার ২১০ জনের মধ্যে হাসপাতালে মারা গেছে ৮ হাজার ৪৪ জন। আর নার্সিং হোমে মারা গেছে ৪ হাজার ১৬৬ জন। এমনটাই জানিয়েছেন ফ্রান্সের স্বাস্থ্য কর্মকর্তা জেরমি সালমন।

অবশ্য বৃহস্পতিবার দেশটিতে প্রথমবারের মতো নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি হওয়া রোগীর সংখ্যা কমেছে। গেল ২৪ ঘণ্টায় আইসিইউতে ভর্তি হয়েছে ৭ হাজার ৬৬ জন। যা বুধবারের চেয়ে ৮২ জন কম।

অবশ্য কেবল যারা হাসপাতালে মারা যাচ্ছে তাদের হিসাব রাখছে ফ্রান্স। এর বাইরে বাসায় ও বিভিন্ন স্থানে যারা মারা যাচ্ছে তাদের হিসাব রাখতে পারছে না। সেটা যোগ করা হলে মৃত্যুর মিছিল আরো অনেক বাড়বে।

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ১৬ লাখ (১৫ লাখ ৯৮ হাজার ৯১২ জন। মৃতের সংখ্যা ৯৫ হাজার ৪৮৩ জন। সেরে উঠেছে ৩ লাখ ৫৫ হাজার ৪০১ জন।

 

ঢাকা/আমিনুল