আন্তর্জাতিক

‘২০ লাখ মানুষের করোনা পরীক্ষা সম্পন্ন’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার দেশে দুই মিলিয়ন তথা ২০ লাখের বেশি মানুষের করোনাভাইরাস পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। 

বৃহস্পতিবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। খবর সিএনএনের। 

যুক্তরাষ্ট্রে সম্পন্ন হওয়া এসব পরীক্ষা সর্বোচ্চ মানের এবং নির্ভুল বলে তিনি উল্লেখ করেন। যদিও তিনি স্বীকার করেন যে, গণহারে সব আমেরিকানদের এ পরীক্ষা করা হবে না।

নভেল করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৬৫ হাজার ৬৮৯ জন। প্রাণ হারিয়েছে ১৬ হাজার ৫৪৮ জন। ঢাকা/নাসিম/আমিনুল