আন্তর্জাতিক

চীনের আরেকটি শহর লকডাউন

করোনা ভাইরাসের প্রকোপ কমায় চীনের হুবেই প্রদেশের উহান শহরের লকডাউন তুলে নেওয়া হয়েছে।

তবে ভাইরাসটির প্রকোপ বাড়ায় দেশটির রাশিয়ান সীমান্তবর্তী সুইফেনহে শহরে নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, সুইফেনহে চীনের রাজধানী বেইজিং থেকে এক হাজার মাইল দূরে অবস্থিত একটি শহর। করোনা প্রকোপ বাড়ায় স্থানীয় সরকারের পক্ষ থেকে শহরটির লোকজনকে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।

গত বুধবার চীনে নতুন করে করোনাভাইরাসে ৫৯ জন আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে ২৫ জনই সুইফেনহে শহরের। আর তাই সরকারের পক্ষ থেকে দ্রুত শহরটি লকডাউন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

ওয়ার্ল্ড ও মিটারের দেয়া তথ্য অনুযায়ী, চীনে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৮৬৫ জন। মারা গেছেন ৩ হাজার ৩৩৫ জন।

 

ঢাকা/জেনিস