আন্তর্জাতিক

জরিমানা দেওয়ার পর পদত্যাগ অস্ট্রেলিয়ার মন্ত্রীর

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে অপ্রয়োজনীয় ভ্রমণের অভিযোগে জরিমানা করা হয়েছিল অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের শিল্পকলা বিষয়ক মন্ত্রী ডন হারউনকে। তবে এরপরও নিজের ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে শুক্রবার পদত্যাগ করেছেন হারউইন।

সিডনির পূর্ব শহরতলির মূল বাড়ি থেকে প্রায় এক ঘণ্টা দূরত্বের সেন্ট্রাল কোস্টের অবকাশকালীন বাড়িতে হারউইন কয়েক সপ্তাহ ধরে যাতায়াত করছিলেন। বৃহস্পতিবার তার ওই বাড়িতে যাওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়। দাবি করা হয়, হারউইনের এই যাতায়াত ছিল অপ্রয়োজনীয়। এরপরই তাকে এক হাজার ডলার জরিমানা করা হয়। হারউইন তার এ কাজের জন্য ক্ষমা চেয়ে সিডনির বাড়িতে ফিরে এসেছিলেন। এরপরই শুক্রবার তিনি পদত্যাগের ঘোষণা দিলেন।

এক বিবৃতিতে হারউইন বলেছেন, ‘সরকার করোনাভাইরাসের সংকট মোকাবিলার জন্য যা করছে এটি তারচেয়ে গুরুত্বপূর্ণ নয়।’

তিনি বলেন, ‘আমার পরিস্থিতির কারণে সেই কাজ ব্যাহত হবে আমি তা হতে দিতে পারি না এবং এই সময়ে আমার আবাসিক ব্যবস্থা এই সময়ে একটি ইস্যু হওয়ার জন্য আমি অত্যন্ত দুঃখিত।’

এবিসি নিউজ জানিয়েছে, হারউইনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন নিউ সাউথ ওয়েলসের প্রধানমন্ত্রী গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান। ঢাকা/শাহেদ