আন্তর্জাতিক

মহিলা এমপিকে মুসলিম হতে বললেন নেতানিয়াহুর ছেলে

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের এক সাবেক সদস্যকে মুসলিম হতে বললেন দেশটির প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর ছেলে ইয়ায়ির নেতানিয়াহু।

তবে এমনটি তিনি কটাক্ষের সুরেই বলেছেন।

জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসের মধ্যে ইহুদি ধর্মের একটি উৎসব পালন করায় টুইট বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সমালোচনা করেন নেসেটের সাবেক সদস্য স্টেভ শাফফির।

আর এ নিয়ে টুইটে শাফফিররের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর ছেলে ইয়ায়ির নেতানিয়াহু। এক পর্যায়ে সাবেক ওই নারী এমপিকে কটাক্ষ করে মুসলিম হতে বলেন বেনজামিন নেতানিয়াহুর ছেলে ইয়ায়ির নেতানিয়াহু।

টুইটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর ছেলে ইয়ায়ির নেতানিয়াহু ওই সাবেক এমপিকে উদ্দেশ্য করে বলেন, আপনার ভেতর এবং বাহির কুৎসিত। আপনি আরবের কোনো গ্রামে যান এবং মুসলিম হয়ে যান। আর আমাদেরকে শান্তিতে থাকতে দিন।

এর জবাবে ইয়ায়ির নেতানিয়াহুকে মিথ্যাবাদী, চতুর, বর্ণবাদী বলে টুইটের জবাব দেন ইসরায়েলের সাবেক নারী এমপি স্টেভ শাফফির।

এর আগে ২০১৮ সালে ফিলিস্তিন ও মুসলমানদের নিয়ে কয়েকটি পোস্ট দেওয়ায় ফেসবুকে নিষিদ্ধ হয়েছিলেন বেনজামিন নেতানিয়াহুর ছেলে ইয়ায়ির নেতানিয়াহু। ঢাকা/জেনিস