আন্তর্জাতিক

১২ ঘণ্টায় আফ্রিকায় আক্রান্ত ৬৬৯ জন

করোনাভাইরাস আঘাত হেনেছে সুবিধাবঞ্চিত মহাদেশ আফ্রিকায়ও। মহাদেশের ৫২টি দেশে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। সবশেষ ১২ ঘণ্টায় আফ্রিকা মহাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৬৬৯ জন। আর ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছে ৩৪ জন।

মহাদেশটিতে রোববার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৮১৪ তে। আর মোট মৃতের সংখ্যা ৭৪৭। সেরে উঠেছে ২ হাজার ৩৫৫ জন।

এমনই তথ্য দিয়েছে আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও নিরাময় কেন্দ্র (সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন)।

আফ্রিকার বিভিন্ন দেশের সরকার করোনাভাইরাসের সংক্রমণ রুখতে নানা উদ্যোগ দিয়েছে। স্কুল-কলেজ বন্ধ করে দিয়েছে, ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, জনসমাগম নিষিদ্ধ করেছে। তারপরও রোখা যাচ্ছে না সংক্রমণ।

উত্তর আফ্রিকায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, ৬০৯৮। মোট মৃত ৫৬৪। মিশর ও আলজেরিয়া সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে রয়েছে।

পশ্চিম আফ্রিকার দেশগুলোতে মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ১০৬। মারা গেছে ৮২ জন।

দক্ষিণ আফ্রিকান দেশগুলোতে আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে (২১৮০)। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫।

মধ্য আফ্রিকার দেশগুলোতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা, ১২২৯। মৃত ৩৮।

পূর্ব আফ্রিকার দেশগুলোতেও বাড়ছে রহস্যময় এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা। মোট আক্রান্ত ১২০১, মৃত ২৮।

 

ঢাকা/আমিনুল