আন্তর্জাতিক

৩ মে পর্যন্ত লকডাউন বাড়াতে পারে বেলজিয়াম

দেশের সাম্প্রতিক পরিস্থিতির কথা বিবেচনা করে বেলজিয়ামে আগামী ৩ মে পর্যন্ত লকডাউন বৃদ্ধি করা হতে পারে বলে ঘোষণা দিয়েছেন ফেডারেল প্রধানমন্ত্রী সোফি ভিলমেস।

বুধবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এ তথ্য জানিয়েছে।

জাতীয় নিরাপত্তা কাউন্সিলের এক সভা শেষে সোফি বলেন, লকডাউন ১৯ এপ্রিলের সময়সীমা ছাড়িয়ে যেতে পারে।

শুধু খাবার ও ঔষুধ কেনা, ডাক্তারের কাছে যাওয়া, কাউকে সাহায্য করতে বা কাজে যেতে বাড়ির বাইরে যেতে পারবে বলে তিনি জানান।

দেশটির সরকার লকডাউন নীতিমালা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। প্রথমবার যদি কেউ এ নিয়ম ভঙ্গ করে তবে তাকে ২৫০ ইউরো (প্রায় ২১ হাজার টাকা) জরিমানা এবং দ্বিতীয়বার করলে ৩৫০ ইউরো জরিমানা দিতে হবে।

বেলজিয়ামে করোনায় মারা গেছে ৪ হাজার ৪৪০ জন। আর আক্রান্ত হয়েছে ৩৩ হাজার ৫৭৩ জন। ঢাকা/নাসিম /আমিনুল