আন্তর্জাতিক

এবার সারাদেশে জরুরি অবস্থা জারি করলো জাপান

করোনা পরিস্থিতি মোকাবিলায় এবার সারাদেশে জরুরি অবস্থা জারি করলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। বৃহস্পতিবার তিনি এ ঘোষণা দেন।

আবে জানান, ৬ মে পর্যন্ত এই জরুরি অবস্থান বলবৎ থাকবে। মূলত মে মাসের প্রথম দিকে শুরু হওয়া ছুটির সপ্তাহ গোল্ডেন উইক মৌসুমের ভীড় কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, জাপানে ৮ হাজার ৬২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত মারা গেছেন ১৭৮ জন আক্রান্ত।

করোনা পরিস্থিতি সামাল দিতে এর আগে ৭ এপ্রিল রাজধানী টোকিওসহ সাতটি অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছিল জাপান। এবার দেশের ৪৭টি অঞ্চলেই এই জরুরি অবস্থা জারি করা হলো। ঢাকা/শাহেদ