আন্তর্জাতিক

২৭ এপ্রিল থেকে লকডাউন সরাতে যাচ্ছে সুইজারল্যান্ড

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আরোপিত লকডাউনসহ অন্যান্য সীমাবদ্ধতা আগামী ২৭ এপ্রিল থেকে সহজতর করতে যাচ্ছে সুইজারল্যান্ড।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দেশটির সরকার নতুন এ ঘোষণা দেয়। খবর তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলুর।

২৭ এপ্রিল থেকে সুইজারল্যান্ডের হাসপাতালগুলো করোনো রোগীদের ছাড়াও অন্যান্য সব ধরনের সাধারণ স্বাস্থ্যসেবা দিতে শুরু করবে। পাশাপাশি, হেয়ারড্রেসিং সেলুন, ম্যাসেজ এবং কসমেটিক্স দোকানসমূহ পুনরায় খোলার সুযোগ পাবে।

সুইজারল্যান্ডে কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা চূড়ায় পৌঁছে গেছে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ দেশটি এই মহামারির তৃতীয় ধাপে রয়েছে।

এখন পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে এবং আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ৭৩২। ​ঢাকা/নাসিম/আমিনুল