আন্তর্জাতিক

তাইওয়ানে নৌবাহিনীর ৭০০ সদস্য কোয়ারেন্টাইনে

নৌবাহিনীর তিন সদস্য করোনায় আক্রান্তের পর ৭০০ নাবিককে কোয়ারেন্টাইনে পাঠাতে যাচ্ছে তাইওয়ান। এই নাবিকরা প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র পালাউতে একটি দাতব্য মিশনে গিয়েছিলেন। শনিবার তাইওয়ান সরকার এ তথ্য জানিয়েছে।

তাইওয়ানের স্বাস্থ্যমন্ত্রী চেন শিহ-চুং সাংবাদিকদের জানান, মার্চের মাঝামাঝি পালাউতে যায় তিনটি জাহাজ। দেশে ফেরার পর তিন নাবিকের করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। তবে নিরাপত্তার বিষয়টি বিবেচেনা করে তিন জাহাজের প্রায় ৭০০ নাবিককে ডেকে পাঠানো হয়েছে। তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হবে।

তাইওয়ানের প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, প্রেসিডেন্ট তিসাই ইং-ওয়েন জাহাজগুলোকে অভ্যর্থনা জানানোর অনুষ্ঠানে হাজির ছিলেন। তবে তিনি কেবল উপকূলে দাঁড়িয়ে হাত নেড়েছিলেন। তার করোনায় আক্রান্তের ঝুঁকি নেই।

তাইওয়ানে এ পর্যন্ত ৩৯৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে দেশটির সামরিক বাহিনীতে করোনায় আক্রান্তের খবর এটাই প্রথম।

 

ঢাকা/শাহেদ