আন্তর্জাতিক

আরো ১৪ দিনের লকডাউনে জিম্বাবুয়ে

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউনের সময়সীমা আরো বাড়ালো জিম্বাবুয়ে। রোববার মধ্যরাতে শেষ হয়েছে গত ৩০ মার্চ ঘোষণা করা ২১ দিনের লকডাউন। এই দিন দেশটির প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়া নতুন করে ১৪ দিনের লকডাউন বাড়ানোর ঘোষণা দিলেন।

তবে অর্থনীতির চাকা সচল রাখতে মাইনিং কোম্পানি ও ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোকে কাজে ফেরার অনুমতি দিয়েছেন জিম্বাবুয়ের রাষ্ট্রপ্রধান।

টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক বার্তায় নানগাগওয়া বলেছেন, ‘এটা খুবই কঠিন সিদ্ধান্ত যে আমার সরকারকে অনিচ্ছা সত্ত্বেও এমন সিদ্ধান্ত নিতে হলো।’

নানগাগওয়া জানান, লকডাউন এখনই প্রত্যাহারের সময় হয়নি। কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার শর্ত এখনো পূরণ হয়নি জিম্বাবুয়েতে।

এ পর্যন্ত আফ্রিকান দেশটিতে ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছে, মৃতের সংখ্যা তিন। স্বাস্থ্য কর্মকর্তাদের আশঙ্কা করোনা পরীক্ষা বাড়ালে সংক্রমণের সংখ্যা আরো বেড়ে যাবে। ঢাকা/ফাহিম