আন্তর্জাতিক

সংকট মোকাবিলায় আত্মনির্ভরশীলতাই অস্ত্র : মোদি

মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতে। কিন্তু প্রাণঘাতী এই ভাইরাসের বিরুদ্ধে ভালোই লড়াই করছে ১৩৫ কোটি জনসংখ্যার দেশটি। লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে রেখেছে।

এমন সময় দেশটিতে শুরু হয়েছে ‘জাতীয় পঞ্চায়েত রাজ দিবস’। সেখানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পঞ্চায়েত প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছেন সংকট মোকাবিলায় আত্মনির্ভরশীলতাই অস্ত্র। পাশাপাশি তিনি এই সংকটকালিন পঞ্চায়েত প্রধানরা কে কিভাবে কাজ করছেন তার খোঁজ-খবর নেন। এই ভাইরাস মোকাবিলায় আরো ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার তাগিদ দেন। আর করোনাভাইরাসের সংক্রমণের নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য দেশবাসীকে কৃতিত্ব দেন।

মোদি বলেছেন, ‘করোনাভাইরাস আমাদের অনেক পরীক্ষার মুখে ফেলেছে। কিন্তু আমরা সব সময় পরিস্থিতি থেকেই শিক্ষা নিই। কিভাবে আমরা কোনো সংকটের মোকাবিলা করবো, সেটা নিয়ে ভাবতে শিখিয়েছে। আরও স্পষ্ট শিক্ষা দিয়েছে যে, বেঁচে থাকার জন্য আমাদের শুধুমাত্র নিজেদের উপরেই আস্থা রাখতে হবে। শহর হোক বা গ্রাম, দৈনন্দিন জীবনে আমাদের অন্য কারো উপর নির্ভরশীল না হয়ে স্বনির্ভর হওয়া উচিত।’

পঞ্চায়েত প্রধানদের উদ্দেশে মোদি বলেন, ‘করোনা মোকাবিলায় আপনাদের পরামর্শ চাই। সারা দেশ আপনাদের কথা শুনতে চায়। দেশবাসীর কাছে যখন কঠিন মনে হচ্ছে, তখন গ্রামবাসীরাই দেখিয়ে দিয়েছে, কোনো কিছুই কঠিন নয়।’

ভারতবাসীর প্রশংসা করে মোদি বলেছেন, ‘সারা বিশ্বের কাছে দৃষ্টান্ত তৈরি হয়েছে যে ভারত কিভাবে করোনার জবাব দিয়েছে। এই ভয়াবহ মহামারি এসেছে। কিন্তু ভারতীয়রা সীমিত ক্ষমতার মাধ্যমে তার কাছে আত্মসমর্পণ করার বদলে টক্কর দিচ্ছে। প্রতিবন্ধকতা আসছে, সমস্যা আসছে। কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ ভারতবাসী দেখিয়ে দিয়েছেন, দেশকে বাঁচানো এবং এগিয়ে নিয়ে যাওয়ার কাজ অব্যাহত রয়েছে।’

মহামারি করোনাভাইরাসে ভারতের এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২৪ হাজার ৪৩৪ জন। মারা গেছে ৭৮০ জন। সেরে উঠেছে ৫ হাজার ৪৫৭ জন।

 

ঢাকা/আমিনুল