আন্তর্জাতিক

২ হাজারেরও বেশি করোনা আক্রান্ত রাশিয়ার সেনাবাহিনীতে

মহামারি করোনায় নাজেহাল গোটা বিশ্ব। আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে রাশিয়ায়ও। এ পর্যন্ত দেশটির সেনাবাহিনীতেই আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯০ জন।

সোমবার (২৭ এপ্রিল) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সেনাবাহিনীতে আক্রান্তদের মধ্যে রয়েছেন সেনা সদস্য, ক্যাডেট এবং সিভিল কর্মকর্তারা।

সশস্ত্র বাহিনীতে গত মার্চ থেকে এপ্রিলের ২৬ তারিখ পর্যন্ত মোট ৮৭৪ জন সদস্য করোনা পজেটিভ হয়েছে এবং তাদের সবাইকে আইসোলেশনে রয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়।

দেশটির মিলিটারি একাডেমী ও স্কুলে ৯৭১ জন ক্যাডেট এবং ২৪৫ জন সিভিল কর্মী কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। আক্রান্ত এসব রোগীদের বেশীরভাগেরই করোনার কোন লক্ষণ ছিলনা।

গত এক সপ্তাহের রাশিয়ার মুক্ত গণমাধ্যম গুলো জানায় যে, মিলিটারি একাডেমি ও সৈন্যদের মধ্যে করোনা মহামারিতে রূপ নিয়েছে। ৯ মে’র বিজয়দিবসের প্যারেডের রিহার্সেলের পরেই এই প্রাদুর্ভাব দেখা দেয় সেখানে।

এদিকে করোনা ঠেকাতে পর্যাপ্ত পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় মস্কোর কিরোভ মিলিটারি একাডেমীর প্রধানকে বরখাস্ত করা হয়েছে।

রাশিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৮৭ হাজার ১৪৭ এবং মৃতের সংখ্যা ৭৯৪। ঢাকা/নাসিম