আন্তর্জাতিক

করোনায় আক্রান্ত হননি তাবলিগের আমির মাওলানা সাদ

দিল্লির নিজাম উদ্দিন মারকাজ মসজিদে তাবলিগ জামাতের আমির মাওলানা সাদ কান্ধলভি করোনাভাইরাসে আক্রান্ত হননি। দিল্লি পুলিশের কাছে পাঠানো এক বার্তায় বুধবার তিনি এ দাবি করেছেন।

দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের একটি সূত্র বলেছে, ‘মাওলানা সাদ আমাদেরকে বলেছেন তিনি বেসরকারি ল্যাবে করোনা পরীক্ষা করিয়েছেন। এতে তার করোনভাইরাসের উপস্থিতি নেগেটিভ এসেছে।’

সূত্র বলেছে, ‘আইন অনুযায়ী, আমাদেরকে সব অভিযুক্তের করোনা রিপোর্ট আদালতে উপস্থাপন করতে হয়। আদালতে কোনো বেসরকারি ল্যাবের রিপোর্ট গ্রহণযোগ্য নয়। তাই অভিযুক্তকে এখন যে কোনো সরকারি হাসপাতালে করোনা পরীক্ষা করিয়ে তার রিপোর্ট পুলিশের কাছে জমা দিতে হবে।’

মার্চে দিল্লির নিজামুদ্দিন মারকাজ মসজিদে তাবলিগ জামাতের ইজতেমা হয়। সেখানে বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ অংশ নেয়। লকডাউনে নিষেধ অমান্য করেও গণজমায়েত করায় সাদের বিরুদ্ধে দুটি মামলা হয়। ওই মামলায় তার কাছে তিনটি নোটিস পাঠানো হলে তিনি আইনজীবীর মাধ্যমে জবাব দেন। এর মধ্যে একটি নোটিসের জবাবে সাদ জানান, তিনি আত্মগোপনে নয় বরং হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। তিনি দ্রুত এই করোনা পরীক্ষার রিপোর্ট জমা দেবেন। ঢাকা/শাহেদ