আন্তর্জাতিক

করোনার প্রভাব ঠেকাতে ‘কঠোর ও কষ্টকর’ পদক্ষেপ নেবে সৌদি

করোনাভাইরাস মহামারির কারণে অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় কঠোর ও কষ্টকর পদক্ষেপ নেবে সৌদি আরব। এক সাক্ষাৎকারে আল অ্যারাবিয়া টিভিকে এ কথা বলেছেন অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।

শনিবার এক বক্তব্যে আল জাদান বলেছেন, এই সংকট কাটাতে সব ধরনের পথই তাদের সামনে খোলা। সৌদি অর্থমন্ত্রী বলেছেন ‘আমাদের অবশ্যই বাজেট খরচ অনেক কমাতে হবে।’ সম্ভাব্য পদক্ষেপ কী হতে পারে তা জানাননি আল জাদান।

বিশ্বের শীর্ষ তেল রফতানিকারক দেশটিতে এখন তেলের দাম একেবারে নিম্নগামী।

বেসরকারি খাতের চাকরিজীবী ও অন্য কর্মীদের আর্থিক নিরাপত্তায় প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে জানান আল জাদান।

 

ঢাকা/ফাহিম