আন্তর্জাতিক

সিঙ্গাপুরে ২৪ ঘণ্টায় ৬২৬ বিদেশি শ্রমিক করোনায় আক্রান্ত

সিঙ্গাপুরে গত ২৪ ঘণ্টায় ৬৫৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৬২৬ জনই বিদেশি শ্রমিক। রোববার সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, সিঙ্গাপুরে করোনায় আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ২০৫ এ পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় ৮৬ বছরের এক নারী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এতে দেশটিতে মৃতের সংখ্যা ১৮ তে পৌঁছেছে। নতুন করে আক্রান্তদের মধ্যে ১০ জন সিঙ্গাপুরের নাগরিক বা স্থায়ী বাসিন্দা এবং ৬২৬ জন বিদেশি শ্রমিক। এরা সবাই ডরমেটরিতে থাকতেন।

এশিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি সিঙ্গাপুরে। আক্রান্তদের অধিকাংশই বিদেশি শ্রমিক। মূলত শ্রমিকদের যে ডরমেটরিগুলোতে রাখা হয় সেখানকার পরিবেশ ঘিঞ্জি হওয়া দ্রুত ভাইরাসের সংক্রমণ ঘটেছে। ঢাকা/শাহেদ