আন্তর্জাতিক

কোয়ারেন্টাইনে গেলেন মার্কিন ওষুধ প্রশাসনের প্রধান

করোনাভাইরাস টেস্টে পজিটিভ হওয়া ব্যক্তির সংস্পর্শে যাওয়ায় ১৪ দিনের জন্য স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে গেলেন মার্কিন ওষুধ প্রশাসনের (এফডিএ) প্রধান স্টিফেন হান। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনকে এ খবর নিশ্চিত করেছেন প্রশাসনের মুখপাত্র মাইকেল ফেলবারবাউম।

কোয়ারেন্টাইনে যাওয়ার খবর এক লিখিত বার্তায় প্রশাসনকে জানান হান। কমিশনারের কোয়ারেন্টাইনে যাওয়া নিয়ে এক বিবৃতি দিয়েছেন ফেলডারবাউম। তিনি বলেছেন, ‘আজ স্টাফদের কাছে ডা. হানের একটি লিখিত বার্তা এসেছে। তিনি জানিয়েছেন, সম্প্রতি কোভিড-১৯ টেস্টে পজিটিভ হওয়া ব্যক্তির সংস্পর্শে গেছেন তিনি।’

সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) নীতিমালা অনুযায়ী এখন হানকে পরের দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হবে। তার শরীরে করোনাভাইরাস ধরা পড়েনি জানান প্রশাসনের ওই মুখপাত্র, ‘তাৎক্ষণিকভাবে তার স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে এবং ফল এসেছে নেগেটিভ।’

হান কার সংস্পর্শে গেছেন, তা জানায়নি এফডিএ। তবে এরই মধ্যে হোয়াইট হাউজে হানা দেওয়ায় শঙ্কা বেড়েছে ট্রাম্প প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের মনে। বৃহস্পতিবার ট্রাম্পের ব্যক্তিগত পরিচারকের পর শুক্রবার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের বার্তা সচিব কেটি পেরির করোনা পজিটিভ আসে। ঢাকা/ফাহিম