আন্তর্জাতিক

মার্চের পর তিউনিসিয়ায় প্রথম করোনায় আক্রান্ত নেই

করোনা মহামারি শুরু হওয়ার পর প্রথমবার তিউনিসিয়ায় নতুন করে কারো আক্রান্তের খবর পাওয়া যায়নি জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। সোমবার দেশটিতে আক্রান্তের হার ছিল শূন্য। চলাফেরা ও ব্যবসা বাণিজ্যে কড়াকড়ি আরো শিথিল করতে যাচ্ছে সরকার।

গত ২ মার্চ তিউনিসিয়ায় প্রথম কোভিড-১৯ রোগী ধরা পড়ে। এখন পর্যন্ত সেখানে ১ হাজার ৩২ জন আক্রান্ত ও ৪৫ জনের মৃত্যু হয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবর, ৫০০ ইনটেনসিভ কেয়ার ইউনিট শয্যার দেশটিতে ৭৪৫ জন রোগী সুস্থ হয়েছে এবং এখনো ১১ জন হাসপাতালে।

গত সপ্তাহ থেকে লকডাউন শিথিল শুরু করেছে তিউনিসিয়া। খাবার, কন্সট্রাকশন ও পরিবহন খাতের কিছু অংশ খুলে দেওয়া হয়েছে। কর্মক্ষেত্রে ফিরতে বলা হয়েছে দেশের সরকারি কর্মীদের অধিকাংশকে। শপিং সেন্টার, কাপড়ের দোকান ও হেয়ারড্রেসারগুলো সোমবার থেকে খুলছে। ঢাকা/ফাহিম