আন্তর্জাতিক

মসজিদ ও গির্জা খুলে দিচ্ছে সেনেগাল

আফ্রিকার দেশ সেনেগাল করোনাভাইরাসের সংক্রমণ রুখতে মার্চে বন্ধ করে দেয় মসজিদ ও গির্জা। দেশব্যাপী সকাল-সন্ধ্যা কারফিউ জারি  করে।

এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৮৬ জন। মারা গেছে ১৯ জন। তাই দেশটির রাষ্ট্রপতি ম্যাকি সল সোমবার (১১ মে) সিদ্ধান্ত নিয়েছেন মসজিদ ও গির্জা খুলে দেওয়ার। পাশাপাশি লকডাউন শিথিল করারও সিদ্ধান্ত নিয়েছেন।

যদিও দেশটিতে গেল ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৭৭ জন আক্রান্ত হয়েছে। আগেরদিন আক্রান্ত হয়েছিল ১০৪ জন। আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়া দ্বারা প্রমাণিত হয় দেশটিতে কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়েছে। এমন সময় মসজিদ ও গির্জা খুলে দেওয়ার পাশাপাশি লকডাউন শিথিল সিদ্ধান্ত কতোটা যুক্তিযুক্ত হয়েছে সেটা নিয়ে প্রশ্ন উঠেছে।

মূলত সল করোনা ও অর্থনীতির মধ্যে সামঞ্জস্যতা আনতে গিয়ে দোটানায় পড়ে গেছেন। এখন দেখার বিষয় তার এই সিদ্ধান্ত কেমন প্রভাব ফেলে সেনেগালে।

 

ঢাকা/আমিনুল