আন্তর্জাতিক

রাশিয়ার হাসপাতালে অগ্নিকাণ্ডে পাঁচ করোনা রোগীর মৃত্যু

রাশিয়ায় আজ মঙ্গলবার একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে পাঁচজন করোনাভাইরাস রোগীর মৃত্যু হয়েছে, রাশিয়ান রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে এ খবর জানিয়েছে সিএনএন।

সেন্ট পিটার্সবার্গের সেন্ট জর্জ হাসপাতালের সপ্তম তলায় অবস্থিত ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) একটি ভেন্টিলেটরে আগুনের সূত্রপাত হয়। তাতে সংযুক্ত ছিলেন নিহতরা বলে জানিয়েছে বার্তা সংস্থা তাস। চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থাটি আরো জানায়, করোনাভাইরাসে গুরুতর অসুস্থ ছিলেন রোগীরা।

হাসপাতাল থেকে প্রায় ১৫০ জনকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ভেন্টিলেটরের ত্রুটির কারণে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। রাশিয়ার শীর্ষ আইনপ্রয়োগকারী সংস্থা এ ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছে।

তিনদিন আগে শনিবার মস্কোর একটি করোনার চিকিৎসার হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। তাতে মাত্র একজন মারা যান। আর দুইশ রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রাথমিক তদন্তে চিকিৎসা সরঞ্জামের ত্রুটির কারণে অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। ঢাকা/ফাহিম