আন্তর্জাতিক

১৮ মে থেকে জাদুঘর, স্কুল খোলা বেলজিয়ামে

মহামারি করোনা ঠেকাতে আরোপিত লকডাউন প্রত্যাহারের দ্বিতীয় ধাপ আগামী ১৮ মে থেকে শুরু করতে যাচ্ছে বেলজিয়াম। এ পর্যায়ে প্রাথমিক ও মাধ্যমিক লেভেলের ছাত্র-ছাত্রীরা ক্লাসে ফিরতে শুরু করবে এবং দেশটির জাদুঘর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে।

বুধবার (১৩ মে) বেলজিয়ামের প্রধানমন্ত্রী সোফি উইলমেস এ ঘোষণা দেন। খবর সিএনএনের।

অন্যান্য সেবাসমূহ যেমন— নাপিতের দোকান বা পার্লার খোলা যেতে পারে, কিন্তু কর্মী ও কাস্টমারের জন্য প্রয়োজনীয় মাস্ক থাকতে হবে।

সর্বোচ্চ ৫০টি স্টলসহ মার্কেট পুনরায় চালু করতে পারবে স্থানীয় কর্তৃপক্ষ বলে জানান সোফি উইলমেস।

এদিকে আগামী ১১ জুলাই পর্যন্ত বেলজিয়ামে সব ধরণের খেলাধুলার ইভেন্ট বন্ধ থাকবে।

করোনাভাইরাসে দেশটিতে এখন পর্যন্ত ৫৩ হাজার ৯৮১ জন আক্রান্ত হয়েছে এবং প্রাণ হারিয়েছে ৮ হাজার ৮৪৩ জন।  ঢাকা/নাসিম/আমিনুল