আন্তর্জাতিক

আমাদের কোনো ইগো নেই : ট্রাম্প

করোনাভাইরাসের টিকা যে দেশই আবিস্কার করুক সেটা যুক্তরাষ্ট্র গ্রহণ করবে। এমনকি সেটা চীন আবিস্কার করলেও। তাদের কোনো ইগোর সমস্যা নেই। স্থানীয় সময় শুক্রবার (১৫) দুপুরে এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর সিএনএনের।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘চীন যদি করোনাভাইরাসের টিকা আবিস্কার করে তাহলে কী হবে? যুক্তরাষ্ট্র কি তাহলে সেটা গ্রহণ করবে? আমি বলবো ‘হ্যাঁ’। আমরা বিভিন্ন দেশের সঙ্গে টিকা আবিস্কারের ব্যাপারে যৌথভাবে কাজ করছি। আসলে আমাদের কোনো ইগোর সমস্যা নেই। আমাদের কোনো ইগো নেই। যারাই টিকা আবিস্কার করুক, সেটা হবে দারুণ কিছু। আমরা তাদের সঙ্গেই কাজ করবো। তারা আমাদের সঙ্গে কাজ করবে।’

যদিও সাম্প্রতিক করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে চীনের দিকে আঙ্গুল তুলে আসছেন ট্রাম্প। তাদের দোষী সাব্যস্ত করায় ব্যস্ত আছে তার প্রশাসন। কিন্তু শুক্রবার হঠাৎ করে টিকার বিষয়ে সুর নরম করলেন ক্ষমতাধর দেশটির প্রেসিডেন্ট।

তারপর ট্রাম্প জানিয়েছেন যুক্তরাষ্ট্র চলতি বছরের শেষের দিকে কিংবা তারও আগে করোনাভাইরাসের টিকা তৈরি করে ফেলবে, ‘আমরা চলতি বছরের শেষের দিকেই টিকা পেয়ে যাবো। হয়তো তার আগেও পেয়ে যেতে পারি। আশা করছি টিকার ব্যাপারে আমরা শিগগিরই সুখবর পাবো, ভালো ফল পাবো।’

এরপর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব মার্ক এসপারও একই কথা বলেছেন, ‘আসলে টিকা পাওয়াটাই হল আসল কথা। আশা করছি চলতি বছরের শেষের দিকে আমরা টিকা তৈরি করে ফেলবো এবং সেটা আমেরিকানদের ও বাইরের দেশে আমাদের যে অংশীদাররা রয়েছেন তাদের চিকিৎসায় ব্যবহৃত হবে।’

করোনাভাইরাসে মার্কিন যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের মধ্যে সর্বোচ্চ ১৪ লাখ ৭৪ হাজার ৯৩৯ জন। মারা গেছে সর্বোচ্চ ৮৭ হাজার ৯৭৬ জন। সেরে উঠেছে সর্বোচ্চ ৩ লাখ ১৭ হাজার ৭৩৯ জন। এখনো চিকিৎসাধীন রয়েছে সর্বোচ্চ ১০ লাখ ৬৯ হাজার ২২৪ জন।

 

ঢাকা/আমিনুল