আন্তর্জাতিক

করোনা নিয়ে কারো ভাবমর্যাদা ক্ষুণ্ন করা উচিত নয়: রাশিয়া

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা গোপন করছে না।  শুক্রবার তিনি রাশিয়ার ‘আরবিকে’ টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

তিনি বলেন, করোনা ঠাট্টা করার কোনও বিষয় নয় বরং এটি মানুষের জীবন-মৃত্যুর সঙ্গে সম্পর্কিত।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনাভাইরাসকে ব্যবহার করে কোনও বিশেষ দেশের ভাবমর্যাদা ক্ষুণ্ন করার প্রচেষ্টাও রাশিয়ার দৃষ্টিতে নিন্দনীয়।

সের্গেই ল্যাভরভ বলেন, চীনে করোনাভাইরাসের উৎপত্তি হয়েছে বলে দেশটির ওপর নিষেধাজ্ঞা দেওয়া যাবে না। তবে তিনি স্বীকার করেন, বিশ্বের ওপর করোনা মহামারি রাজনৈতিক ও সামরিক প্রভাব রেখে যাবে।

কিছু কিছু গণমাধ্যম সম্প্রতি দাবি করেছে, রাশিয়ায় করোনাভাইরাসে মৃতের সংখ্যা গোপন রাখা হচ্ছে। দেশটিতে প্রকৃত মৃতের সংখ্যা ঘোষিত সংখ্যার দ্বিগুণ বলেও এসব গণমাধ্যমে দাবি করা হয়েছে।

প্রসঙ্গত, সবশেষ (১৬ মে) তথ্য অনুযায়ী রাশিয়ায় এ পর্যন্ত দুই লাখ ৬২ হাজার ৮৪৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।  মারা গেছে ২৪১৮ জন। সুস্থ হয়েছে ৫৮২২৬ জন।

 

/সাইফ/