আন্তর্জাতিক

করোনা বিধি না মেনে ব্রাজিলের প্রেসিডেন্টের সেলফি

ব্রাজিলে করোনাভাইরাস মহামারি পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। তারপরও টনক নড়ছে না প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর। রাষ্ট্রপতি ভবনের বাইরে সমর্থকদের সঙ্গে লকডাউন বিরোধী বিক্ষোভে আবারো যোগ দিলেন। এমনকি সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে শিশুদের সঙ্গে তাকে সেলফিও তুলতে দেখা গেছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, রোববার রাষ্ট্রপতি ভবনের বাইরে হাজার সমর্থক ভিড় করেছিল। লকডাউন চায় না তারা। তাদের এই দাবিকে বোলসোনারো সমর্থন দিয়ে এসেছেন সবসময়। এদিনও ব্যতিক্রম কিছু হলো না। মাস্ক পরে তাদের সামনে দাঁড়ান এবং আন্দোলনের এক পর্যায়ে অন্তত তিনজন শিশুর সঙ্গে সেলফি তোলেন প্রেসিডেন্ট।

পরে একটি অনলাইন ভিডিওতে বিক্ষোভকে সমর্থন জানিয়ে বোলসোনারো বলেছেন, ‘এরা সবাই (জনগণ) মুক্তি চায়, তারা গণতন্ত্র চায়, তারা চায় সম্মান।’

বোলসোনারো ও তার সমর্থকদের বিক্ষোভের দিনেই বিশ্বে আক্রান্তের সংখ্যায় স্পেন ও ইতালিকে পেছনে ফেলে চতুর্থ স্থানে উঠেছে। ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৯৩৮ জন, মোট ২ লাখ ৪১ হাজার। ৪৮৫ জনের মৃত্যুতে প্রাণহানি বেড়ে গেছে ১৬ হাজার ১১৮ জন। ঢাকা/ফাহিম