আন্তর্জাতিক

ব্রাজিলের সাও পাওলোর স্বাস্থ্যসেবা পতনের শঙ্কায় মেয়র

করোনাভাইরাস মহামারি মারাত্মক আকার ধারণ করেছে ব্রাজিলে। লাতিন আমেরিকার দেশটিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর সাও পাওলো। শহরবাসীকে সামাজিক আইসোলেশন নির্দেশনা মেনে চলতে বললেন, নয়তো খুব শিগগিরই স্বাস্থ্যসেবার পতন হবে বলে শঙ্কা প্রকাশ করলেন সাও পাওলোর মেয়র।

ব্রাজিলের বৃহত্তম শহরের মেয়র ব্রুনো কোভাস সাংবাদিকদের বলেছেন, আইসিইউর বেড ৯০ শতাংশ পরিপূর্ণ হয়ে গেছে। আর কয়েক সপ্তাহ পর এগুলো খালি পাওয়া যাবে না, ‘শহরের চিকিৎসা ব্যবস্থার রাস্তাগুলো বন্ধ হয়ে আসছে।’ শহরের বাসিন্দাদের সতর্ক করে তিনি বলেছেন, ‘আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা যথেষ্ট পরিমাণ টেস্ট করাতে চাই নাকি আমরা সতর্ক থাকবো এবং দৃঢ়ভাবে সামাজিক আইসোলেশনের নির্দেশনা মেনে চলবো যেন স্বাস্থ্য সেবার পতন না হয়।’

ব্রাজিলে করোনাভাইরাস মহামারির কেন্দ্র বলা হচ্ছে সাও পাওলোকে। দেশে মোট আক্রান্তের ১৬ শতাংশই এই শহরের। ৩৮ হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে এবং মৃত্যু ছাড়িয়েছে তিন হাজার। মার্চে রাষ্ট্রীয় কোয়ারেন্টাইন ঘোষণা করলে সাও পাওলোর ৬০ শতাংশের বেশি বাসিন্দা ঘরে ছিল, তখন সংক্রমণ কমতে থাকে। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে তা আর মানছে না শহরবাসীরা। ঢাকা/ফাহিম