আন্তর্জাতিক

লকডাউন তুলে নিতে পাকিস্তান সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশ

মহামারি করোনাভাইরাসের লকডাউন শিথিল করেছে পাকিস্তান। কিন্তু নির্দিষ্ট কিছু ব্যবসায়িক কার্যক্রমের উপর রয়েছে লকডাউন বহাল। সেগুলো তুলে নিতে সোমবার (১৮ মে) সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকারকে। খবর আল জাজিরার।

সুপ্রিম কোর্টের নির্দেশনা মতে, সরকারের উচিত শনি ও রবিবার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার অনুমতি দেওয়া।

পাশাপাশি প্রধান বিচারপতি গুলজার আহমেদকে নিয়ে গঠিত বেঞ্চ সাউদার্ন ও সিন্ধু প্রদেশকে নির্দেশ দিয়েছে সব শপিংমল খুলে দেওয়ার।

এর পক্ষে সুপ্রিম কোর্ট বিশ্বের অন্যান্য দেশ কিভাবে লকডাউন তুলছে সেটা উল্লেখ করে এবং পাকিস্তানের লকডাউন তোলার পদ্ধতির সমালোচনা করে।

করোনাভাইরাসে পাকিস্তানে এ পর্যন্ত ৪২ হাজার ১২৫ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ৯০৩ জন। গেল ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৯৭৪ জন। মারা গেছে ১৪ জন।

 

ঢাকা/আমিনুল