আন্তর্জাতিক

২ মাস পর খুলছে আল-আকসা মসজিদ

প্রায় দুই মাস পর আগামী সপ্তাহ থেকে মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান জেরুজালেমের আল-আকসা মসজিদে নামাজ আদায় শুরু হচ্ছে। মঙ্গলবার মসজিদের কাউন্সিল অব ইসলামিক ওয়াকফ এ তথ্য জানিয়েছেন।

এক বিবৃতিতে কাউন্সিল জানিয়েছে, শনিবার বা রোববার মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এরপরই আল-আকসা মসজিদের বহিরাঙ্গন নামাজের জন্য খুলে দেওয়া হবে।

তবে আল-আকসা ও ডোম অব দ্য রকের ভেতরে মুসল্লিদের প্রবেশ করতে দেওয়া হবে কিনা সে ব্যাপারে কর্তৃপক্ষ কিছু জানায়নি। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফিলিস্তিনের ধর্মীয় কর্মকর্তারা।

করোনাভাইরাসের বিস্তার রোধে গত ১৫  মার্চ ধর্মীয় কর্তৃপক্ষ আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক বন্ধ করে দেয়। এর এক সপ্তাহ পর আল-আকসার বহিরাঙ্গনেও মুসল্লিদের জমায়েত হওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ঢাকা/শাহেদ