আন্তর্জাতিক

‘চীন ও ইতালির চেয়ে ভারতীয় ভাইরাস বেশি প্রাণঘাতী’

নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি বলেছেন, চীন ও ইতালির চেয়ে ভারতীয় ভাইরাস ‘বেশি প্রাণঘাতী’।

মঙ্গলবার পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি একথা বলেছেন বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন।

নেপালে করোনাভাইরাসের সংক্রমণের জন্য ভারতকে দায়ী করে ওলি বলেছেন, ‘ভারত থেকে অবৈধভাবে আসা লোকজন এই দেশে ভাইরাসটির বিস্তার ঘটাচ্ছে। সঠিক পরীক্ষা ছাড়া ভারত থেকে লোক নিয়ে আসার জন্য স্থানীয় কিছু জনপ্রতিনিধি ও দলীয় নেতা দায়ী।’

তিনি বলেন, ‘বাইরে থেকে লোক আসতে থাকায় কোভিড-১৯ নিয়ন্ত্রণ অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এখন চীন ও ইতালির চেয়েও ভারতীয় ভাইরাসকে বেশি প্রাণঘাতী দেখাচ্ছে। আরও অনেকে সংক্রমিত হচ্ছেন।’

সম্প্রতি সীমান্ত নিয়ে ভারত ও নেপালের মধ্যে কূটনীতিক সম্পর্কের টানপোড়েন শুরু হয়েছে। গত ৮ মে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং চীন সীমান্তে যেতে লিপুলেখ পাস পর্যন্ত ৮০ কিলোমিটার রাস্তার উদ্বোধন করেন। এর প্রতিবাদে গত সপ্তাহে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে নেপাল জানায়, লিপুলেখ নেপালের অংশ, যেখানে ভারত সড়ক নির্মাণ করতে পারে না। তবে কাঠমান্ডুর প্রতিবাদকে উড়িয়ে দিয়ে নয়া দিল্লি দাবি করে, লিপুলেখ এলাকা পুরোপুরি ভারতীয় সীমান্তের অংশ।

 

ঢাকা/শাহেদ