আন্তর্জাতিক

জর্ডানে তিনদিনের কারফিউ

কোভিড-১৯ রোগীর সংখ্যা বাড়তে থাকায় দেশজুড়ে তিনদিনের কারফিউ ঘোষণা করেছে জর্ডান। বুধবার এ কথা জানান স্টেট ফর মিডিয়া অ্যাফেয়ার্সের মন্ত্রী আমজাদ আদাইলেহ।

কারফিউ কার্যকর হবে বৃহস্পতিবার স্থানীয় সময় মধ্যরাত থেকে এবং শেষ হবে রোববার মধ্যরাতে। স্বাস্থ্য কর্মী ও জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিরা কারফিউর আওতামুক্ত থাকবে।

বুধবার এক প্রেস ব্রিফিংয়ে আদাইলেহ বলেছেন, ‘জর্ডানে মহামারির পরিস্থিতির ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হলো। গত কয়েকদিন ধরে সংক্রমণের সংখ্যা বেড়ে চলেছে।’

স্বাস্থ্যমন্ত্রী সাদ জাবের বলেছেন, বুধবার নতুন করে ২৩ জনের করোনা পজিটিভ হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৭২ জন।

সংক্রমণ কমতে থাকায় এই মাসের শুরুতে বিশ্বের অন্যতম কঠোর লকডাউন শিথিল করেছিল জর্ডান। সরকার ওই সময় করোনাভাইরাস নির্মূলের ঘোষণা দেয়। একই সঙ্গে পরিস্থিতি ফের খারাপ হলে আবারো লকডাউন জারির সতর্কবার্তা দিয়েছিল সরকার। ঢাকা/ফাহিম