আন্তর্জাতিক

করোনার টিকার ওপর আস্থা নয় : মার্কিন বিজ্ঞানী

করোনাভাইরাসের টিকার ওপর আস্থা না রাখার পরামর্শ দিয়েছেন এক শীর্ষ মার্কিন বিজ্ঞানী। তার মতে, করোনা মোকাবিলায় সবচেয়ে ভালো ব্যবস্থা হচ্ছে, আক্রান্ত ব্যক্তিকে চিহ্নিত করা ও আইসোলেশনে থাকা। ‍

যুগান্তকারী এইচআইভি ও মানব জিন প্রকল্পের গবেষক উইলিয়াম হ্যাজেলটাইন এই মত প্রকাশ করেছেন।

এই বিজ্ঞানী বলেছেন, ‘টিকার হয়তো উন্নয়ন হবে। তবে আমি এতে আস্থা রাখি না।’ জনগণকে মাস্ক ব্যবহার, হাত ধোয়া, আশেপাশে পরিচ্ছন্নতা রক্ষা ও দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

উইলিয়াম হ্যাজেলটাইন বলেন, ‘যে সব রাজনীতিবিদ বলেন, আমার পুনর্নির্বাচনের আগেই যে কেনো সময় টিকা চলে আসবে, তাদের কথায় কান দেবেন না। আমরা হয়তো পারব, তবে আমি বলছি এটা হঠাৎ করে আসার মতো নয়। …কারণ মানুষ যতবার সার্স বা মার্স ভাইরাসের টিকা আবিষ্কারের চেষ্টা করেছে ততবারই ব্যর্থ হয়েছে।’

তিনি জানান, এর আগে যে সব টিকার উন্নয়ন করা হয়েছে সেগুলো ভাইরাসের সাধারণ প্রবেশ মুখ নাকের শ্লেষ্মা ঝিল্লিকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে।

হ্যাজেলটাইন অভিযোগ করেন, ভাইরাসের সংক্রমণ হ্রাসে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ মানুষদের জোর করে আইসোলেশনে রাখার ব্যাপারে বেশি কিছু করেনি। এই ক্ষেত্রে চীন, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের ভূমিকা প্রশংসনীয়। ঢাকা/শাহেদ