আন্তর্জাতিক

ব্রাজিলে একদিনে রেকর্ড সংখ্যক মৃত্যু

মহামারি করোনাভাইরাসে ব্রাজিলে বৃহস্পতিবার (২১ মে) রেকর্ড ১ হাজার ১৮৮ জনের মৃত্যু হয়েছে। যা দেশটিতে করোনাভাইরাস ছড়িয়ে পরার পর সর্বোচ্চ। এর ফলে লাতিন আমেরিকার দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৪৭। খবর আল জাজিরার।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে দেশটিতে গেল ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৭৩০ জন নতুন করে আক্রান্ত হয়েছে। তাতে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। বর্তমানে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৮৭ জন। বিশ্বের মধ্যে যা তৃতীয় সর্বোচ্চ।

ব্রাজিলের সামনে আছে কেবল রাশিয়া (৩ লাখ ১৭ হাজার ৫৫৪ জন) ও মার্কিন যুক্তরাষ্ট্র (১৬ লাখ ১৯ হাজার ৯৩৬ জন)।

 

ঢাকা/আমিনুল