আন্তর্জাতিক

নিউইয়র্ক টাইমসের প্রথম পাতায় শুধুই করোনায় মৃতদের নাম

করোনাভাইরাস মহামারিতে মৃতদের জন্য রোববারের প্রথম পাতার পুরোটা উৎসর্গ করলো দ্য নিউইয়র্ক টাইমস। শনিবার এক টুইটে রোববারের প্রথম পাতার প্রিভিউ পোস্ট করেছে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সংবাদপত্র।

মৃতদের নাম ও সংক্ষিপ্ত বর্ণনা সংগ্রহ করা হয়েছে দেশের মৃত্যুসংবাদ থেকে এবং তা ছাপা হয়েছে পুরো ছয় কলামে। সবার উপরে ‘যুক্তরাষ্ট্রে এক লাখের কাছাকাছি মৃত্যু, একটি অগণনীয় ক্ষতি’ শিরোনাম, সঙ্গে একটি সাবহেডলাইন, ‘তালিকায় তারা কেবল নাম নয়। তারা ছিল আমাদের।’

গ্রাফিক্স ডেস্কের সহকারী সম্পাদক সিমন ল্যান্ডন বলেছেন, জীবন হারানোর বিশালতা ও বৈচিত্র বোঝানোর চেষ্টায় সাধারণ নিবন্ধ, ফটোগ্রাফ ও গ্রাফিক্সের জায়গা নিয়েছে এই তালিকা।

অবশ্য মৃতদের সবার নাম প্রথম পাতায় জায়গা করে নিতে পারেনি। ৯৭ হাজারের বেশি আমেরিকান মারা গেছে, যার মাত্র ১ শতাংশ অর্থাৎ এক হাজার জনের নাম তুলে ধরতে পেরেছে নিউইয়র্ক টাইমস। ঢাকা/ফাহিম