আন্তর্জাতিক

কারফিউ ভাঙায় ক্ষমা চাইলেন অস্ট্রিয়ান প্রেসিডেন্ট

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে অস্ট্রিয়ায় চলছে কারফিউ। দীর্ঘদিন পর রেস্তোরাঁয় গিয়ে তা বেমালুম ভুলেই গিয়েছিলেন প্রেসিডেন্ট আলেক্সান্দার ফন ডার বেল্লেন। কারফিউ ভেঙে পুলিশের কাছে সস্ত্রীক ধরা পড়েন রাষ্ট্রপ্রধান। নিজের কর্মকান্ডের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন ফন ডার বেল্লেন।

করোনার সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেশটি রেস্তোরাঁ ও বার রাত ১১টার পর বন্ধের নির্দেশ দিয়েছে। কিন্তু ফন ডার বেল্লেন ও তার স্ত্রী শনিবার মাঝরাত পর্যন্ত পানশালার টেবিলে বসেছিলেন। অস্ট্রিয়ান সংবাদপত্র ক্রোনেন জেইতুং লিখেছে, ঠিক সময়েই বন্ধ হয়ে গেলেও নিয়ম ভাঙায় ৩০ হাজার ইউরো জরিমানা গুনতে হতে পারে রেস্তোরাঁকে।

ফন ডার বেল্লেন টুইটারে লিখেছেন, লকডাউন শুরুর পর প্রথমবার স্ত্রী ও দুই বন্ধুকে নিয়ে খেতে গিয়েছিলেন। তার ভাষ্য, ‘গল্প করতে করতে আমরা সময়জ্ঞাণ হারিয়ে ফেলেছিলাম এবং দুর্ভাগ্যবশত তা খেয়াল করিনি। আমি আন্তরিকভাবে দুঃখিত। এটা ভুল হয়েছিল। যদি রেস্তোরাঁ কোনো ক্ষতির মুখোমুখি হয়, তবে আমি তার দায় নেবো।’

রেস্তোরাঁকে কোনো শাস্তির মুখোমুখি হতে হবে কিনা মিউনিসিপ্যাল কর্তৃপক্ষই সিদ্ধান্ত নেবে। ঢাকা/ফাহিম