আন্তর্জাতিক

বছর শেষে বাজারে আসছে চীনের করোনা টিকা

চীনের তৈরি করোনাভাইরাসের টিকা চলতি বছরের শেষ নাগাদ বাজারে আসছে। দেশটির সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান অ্যাসেটস সুপারভিশন অ্যান্ড অ্যাডমিনেস্ট্রেশন কমিশন (এসএএসএসি) এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটি চীনা সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটে বলেছে, উহান ইনিস্টিটিউট অব বায়োলোজিক্যাল প্রোডাক্টস এবং বেইজিং ইনিস্টিটিউট অব বায়োলোজিক্যাল প্রোডাক্টসের যৌথভাবে উন্নয়ন করা টিকাটি দুই হাজারের বেশি মানুষের ওপর পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছে। টিকাটি চলতি বছরের শেষ নাগাদ কিংবা আগামী বছরের প্রথম দিকে বাজারে আসছে।

উহান ইনিস্টিটিউট অব বায়োলোজিক্যাল প্রোডাক্টস এবং বেইজিং ইনিস্টিটিউট অব বায়োলোজিক্যাল প্রোডাক্টসের টিকাটি দ্বিতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে প্রবেশ করেছে। চীনের পাঁচটি প্রতিষ্ঠানের করোনা টিকা বর্তমানে ক্লিনিক্যাল ট্রায়ালে রয়েছে। এদের মধ্যে বেইজিং ইনিস্টিটিউট অব বায়োলোজিক্যাল প্রোডাক্টস বছরে ১০ থেকে ১২ কোটি ডোজ টিকা উৎপাদনে সক্ষম।

 

ঢাকা/শাহেদ