আন্তর্জাতিক

ইতালিতে আবারও বাড়ছে করোনায় ‍মৃত্যু

আবারও বাড়তে শুরু করেছে ইতালিতে করোনায় মৃতের সংখ্যা। এক দিন আগে দেশটিতে যেখানে করোনায় মৃতের সংখ্যা ছিল ৮৭ সেখানে পরের দিন শুক্রবার ১১১ জনের মৃত্যু হয়েছে।

শনিবার ইতালির সিভিল প্রটেকশন এজেন্সি জানিয়েছে, মৃতের সংখ্যা বাড়লেও করোনায় নতুন করে আক্রান্তের সংখ্যা কমেছে। বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ৫১৬ থাকলেও শুক্রবার ৪১৬ জন আক্রান্ত হয়েছেন।

২১ ফেব্রুয়ারি ইতালিতে করোনা প্রাদুর্ভাবের পর এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৩ হাজার ৩৪০ জন মারা গেছেন। করোনায় মৃতের তালিকায় যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের পর ইতালির অবস্থান। আক্রান্তের সংখ্যার দিকে থেকে অবশ্য তালিকায় ষষ্ঠ অবস্থানে আছে দেশটি। এ পর্যন্ত ২ লাখ ৩২ হাজার ৬৬৪ জন আক্রান্ত হয়েছে এখানে।

সিভিল প্রটেকশন এজেন্সি জানিয়েছে, শনিবার ইনটেনসিভ কেয়ার ইউনিটে ৪৫০ জন ছিলেন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫২ হাজার ৮৪৪ জন। ঢাকা/শাহেদ