আন্তর্জাতিক

৩২ দিন কোমায় থাকা পাঁচ মাসের শিশুর করোনা জয়

কোভিড-১৯ এর কারণে এক মাস কোমায় থাকার পর বাড়ি ফিরে গেলো পাঁচ মাসের ব্রাজিলিয়ান শিশু দোম। উদযাপন করলো জন্মের ষষ্ঠ মাস। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে ছোট্ট শিশুর করোনা জয়ের গল্প শুনিয়েছে।

বাবা ওয়াগনার আন্দ্রাদে সিএনএনকে বলেছেন, জন্মের কয়েক মাস পরই দোমের শরীরে ধরা পড়ে করোনাভাইরাস। রিও ডি জেনেইরোর প্রো-কার্ডিয়াকো হাসপাতালে পার করেছে ৫৪ দিন, যার মধ্যে ৩২ দিন ছিল কোমায়। এই যুদ্ধে ভেন্টিলেটরও লেগেছে তার।

ওয়াগনার বললেন, ‘তার শ্বাসপ্রশ্বাসে একটু কষ্ট হচ্ছিল, ডাক্তাররা ভেবেছিলেন এটা ব্যাকটেরিয়ার সংক্রমণ। কিন্তু ওষুধ কাজ করছিল না এবং পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছিল। তারপর আমি আর আমার স্ত্রী আরেকটি হাসপাতালে নিলাম এবং তারা পরীক্ষা করে দেখলো করোনাভাইরাসে আক্রান্ত সে।’

এটা ছিল ‘মিরাকল’

দোমের শরীরে করোনাভাইরাস কীভাবে এলো তা বুঝতেই পারছিলেন না বাবা-মা। আন্দ্রাদের ধারণা এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে ভাইরাস বাসা বেঁধেছে ছোট্ট শরীরে। তিনি বলেছেন, ‘তার নিশ্বাসের এক ধরনের শব্দ লক্ষ করেছিল আমার স্ত্রী। আমরা একাধিক ডাক্তারকে ফোন করেছিলাম এবং তাদের একজন একটি ভিডিও রেকর্ড করতে বললো। ভিডিও দেখার পর তিনি আমাদের তখনই তাকে হাসপাতালে নিতে বললেন।’

আন্দ্রাদে ও তার স্ত্রী ভিভিয়ানে মন্তেইরো বলেছেন, দোমের সুস্থ হওয়াটা ছিল ‘মিরাকল’। আন্দ্রাদে বললেন, ‘প্রথমে আমি স্বস্তিবোধ করলাম এবং তারপর অবর্ণনীয় সুখ ছুঁয়ে গেলো মনে। ৫০ দিনেরও বেশি সময় পর আমরা তাকে বাড়ি নিয়ে যাচ্ছি।’

আগামী ১৪ জুন বাবা-মার সঙ্গে ষষ্ঠ মাসের জন্মদিন পালন করবে দোম, আত্মীয়রা তাতে যোগ দেবেন ভার্চুয়ালি।

দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, করোনাভাইরাসের নতুন উপকেন্দ্র হয়ে ওঠা ব্রাজিলে অন্তত ২৫ জন এক বছর বয়সী শিশু মারা গেছে। মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছুঁই ছুঁই, মারা গেছে প্রায় ২৮ হাজার ব্রাজিলিয়ান। ঢাকা/ফাহিম