আন্তর্জাতিক

পাকিস্তানে মাস্ক পরা বাধ্যতামূলক

পাকিস্তানে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে চলেছে। প্রাণঘাতী ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় দেশটিতে মাস্ক পরা বাধ্যতামূলক করলো সরকার। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৭৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাস এবং ৩ হাজার ৬৭ জন আক্রান্ত হয়েছে। এই অবস্থায় জনসমাগম স্থান, মার্কেট ও গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক করলো পাকিস্তান সরকার।

রোববার প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডা. জাফর মির্জা ও ডা. মুঈদ ইউসুফ এক মিডিয়া ব্রিফিংয়ে এই ঘোষণা দেন। বিদেশে থেকে পাকিস্তানিদের আনার হার দ্বিগুণ করার সিদ্ধান্তও নিয়েছে সরকার।

ডা. মির্জা বলেছেন, ’৯২ শতাংশ স্থানীয় সংক্রমণের খবর পাওয়া গেছে। এই অবস্থায় আমরা মার্কেট, শপিং মল, গণপরিবহন, বাণিজ্যিক ফ্লাইট, ট্রেন ও জনসমাগম স্থানে মাস্ক বাধ্যতামূলক ঘোষণা করছি আমরা।’

এখন পর্যন্ত পাকিস্তানে ৬৯ হাজার ৪৯৬ জনের কোভিড-১৯ রোগ হয়েছে এবং মারা গেছেন ১ হাজার ৪৮৩ জন। ঢাকা/ফাহিম