আন্তর্জাতিক

আক্রান্তের সংখ্যায় ফ্রান্সকে ছাড়ালো ভারত

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হলো রেকর্ড ৮ হাজার ৩৯২ জন ভারতীয়। তাতে শনাক্ত ছাড়ালো ১ লাখ ৯০ হাজার। আক্রান্তের সংখ্যায় নবম স্থান থেকে তারা উঠে এলো সাত নম্বরে, জার্মানি ও ফ্রান্সকে টপকে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এক বুলেটিনে বলেছে, এই সময়ে মারা গেছে ২০৯ জন। আগের দিন এই সংখ্যা ছিল ১৯৩ জন।

গত এক সপ্তাহ ধরে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে, টানা দ্বিতীয় দিন ৮ হাজার ছাড়ালো। আক্রান্তের সংখ্যায় সপ্তম স্থানে থাকা ভারতে মোট কোভিড-১৯ রোগী ১ লাখ ৯০ হাজার ৫৩৫ জন। মৃত্যু ছাড়িয়েছে ৫ হাজার। দেশটিতে করোনায় মোট ৫৩৯৪ জন মারা গেছেন।

এ পর্যন্ত ৯১ হাজার ৮৫২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চিকিৎসা নিচ্ছেন ৯৩ হাজার ৩৪৯ জন।

ভারতে সবচেয়ে মারাত্মক ক্ষতি হয়েছে মহারাষ্ট্রের। সেখানে ৬৭ হাজার ৬৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২ হাজার ২৮৬ জন। ঢাকা/ফাহিম